হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে কৃষকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় একটি ধানের খোলার পাশ থেকে আনোয়ার হোসেন আনু (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন। 

আনোয়ার হোসেন আনু বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটলাল গ্রামের আব্দুর রহমানের ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন আনু গত শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বেলতা গ্রামে যান। কিন্তু এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের মাধ্যমে পরিবারের লোকজন তাঁর মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 
 
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পাশে শুধুমাত্র তাঁর (আনোয়ার হোসেন আনু) ব্যবহৃত একটি টর্চলাইট পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে