প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরুবাহী ট্রাকচাপায় রাজমিস্ত্রি নায়েব আলী (২৫) নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নায়েব আলী উপজেলার সলঙ্গা থানার রুয়াপাড়া গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, রাজমিস্ত্রি নায়েব আলী বাড়ি থেকে সলঙ্গার দিকে আসছিলেন। এ সময় হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার তালতলা এলাকায় গরুবোঝাই একটি ট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।