হোম > সারা দেশ > রাজশাহী

তানোরে সেই মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ 

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে মিথ্যা অপবাদ দিয়ে ঘুরতে আসা তরুণ-তরুণীকে মারধরের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার তালন্দ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মইনুল ইসলাম (৩৫)। তিনি তানোর পৌর শহরের তালন্দ মধ্যপাড়ার বাসিন্দা। 

মামলা ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে এক তরুণ ও তরুণীকে বেধড়ক মারধর ও অশ্লীল ভাষায় গালাগাল করেন তালন্দ-সমাসপুর গ্রামের মইনুল ও রাজু। উপজেলার তালন্দ-চৌবাড়িয়া প্রধান সড়কের লবাতলা ব্রিজসংলগ্ন রাস্তায়। ঘুরতে আসা অপরিচিত ওই তরুণ-তরুণীর বিরুদ্ধে রাস্তার পাশে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে মারধর করেন তাঁরা। এ সময় সারওয়ার হোসেনসহ আরও দুজন স্থানীয় গণমাধ্যমকর্মী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাঁরা এ সময় তাঁদের বাধা দেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। মারধরের ওই ভিডিওটি পরে ফেসবুকে ভাইরাল হয়। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, ঘুরতে আসা তরুণ-তরুণীকে মারধরের ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে গত শনিবার রাতে মইনুল ও রাজুর নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে মইনুলকে গ্রেপ্তার করা হয়। 

ওসি রাকিবুল বলেন, মইনুলকে এ মামলায় রোববার রাজশাহীর আদালতে পাঠানো হয়। অমানবিকভাবে নির্যাতনের এই ঘটনায় জড়িত অন্য আসামি রাজুকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার