হোম > সারা দেশ > রাজশাহী

রাবি উপাচার্যের বাসভবনের নামফলক উধাও

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে গতকাল রোববার বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য সেখানে কথা বলার জন্য গেলে শিক্ষার্থীরা তাঁর ওপর চড়াও হন। এ ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের নামফলক খুঁজে পাওয়া যাচ্ছে না। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, এ ধরনের কাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করতে পারেন না। তাঁদের আন্দোলনের আড়ালে তৃতীয় পক্ষ এই কাজ করেছে।

সরেজমিনে জানা গেছে, উপাচার্যের বাসভবনের সামনের দেয়ালে যে নামফলক ছিল, সেটা নেই। এখন শুধু এর ছাপের চিহ্ন রয়ে গেছে। 

উপাচার্য ভবনের প্রহরী সাদেম মিয়া জানান, গতকাল উপাচার্য অবরুদ্ধ থাকার সময় শিক্ষার্থীরা বাসভবনের দিকে ইট পাটকেল ছুড়তে থাকেন। এরপর থেকেই নামফলকটি খুঁজে পাওয়া যাচ্ছে না। 

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে আমরা আন্দোলন শুরু করি। কিন্তু এর মধ্যে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে এবং কিছু দুষ্কৃতকারী ঢুকে পড়েছেন। তাঁরা সাংবাদিকদের ওপর হামলা করেছেন, উপাচার্যের বাড়ির নাম ফলক খুলে নিয়ে গেছেন। পরে ওই আন্দোলন আর আমাদের ছিল না। এমনকি রেললাইনে আগুন জ্বালানোর ঘটনায় আমাদের কোনো সম্পর্ক নেই।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু বলেন, ‘তিলকে তাল করা উচিত হয়নি। এতে শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয়ের অতুলনীয় ক্ষতি হয়ে গেছে। আন্দোলন-সংগ্রামের প্রয়োজন আছে তবে এর ভাষা ভিন্ন হতে পারত। বিশ্ববিদ্যালয়ের এই সুষ্ঠু পরিবেশকে অস্থিতিশীল করার জন্য যারা তৎপর ছিল তাঁরাই এই কাজ করেছে।’ 

নামফলক উধাও হওয়ার বিষয়ে অবগত নন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। তিনি বলেন, ‘আমি খোঁজ নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’