হোম > সারা দেশ > রাজশাহী

প্রতিবেশীর লাঠির আঘাতে শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় প্রতিবেশীর লাঠির আঘাতে তাহসিন নামের এক শিশু মারা গেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

পুলিশ বলছে, ‘প্রতিবেশী আমিনুরের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশু তাহসিন মারা গেছে। ঘটনার পর থেকেই আমিনুর পলাতক। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

গতকাল মঙ্গলবার সকালে বাড়ির কাছে লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছিল তাহসিন (৯)। সে বগুড়া শহরতলির পশ্চিম গোদারপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। 

তাহসিনের বাবা আব্দুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, তাঁর স্ত্রী প্রতিবেশী আমিনুর রহমানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এনিয়ে গ্রামে একাধিকবার সালিস করেও স্ত্রীকে ফেরানো যায়নি। এক বছর তিন মাস আগে তিনি স্ত্রীকে তালাক দেন। এর পর থেকে স্ত্রী (সাবেক) বাবার বাড়ি দুপচাঁচিয়ায় বসবাস করেন। কুদ্দুসের তিন সন্তানকে তাঁর মা কুলসুম বেগম দেখাশোনা করেন। সাবেক স্ত্রী মাঝেমধ্যে সন্তানদের দেখতে আসতেন। সেই সুযোগে আমিনুরের সঙ্গে দেখা করতেন। এ নিয়ে আমিনুরের স্ত্রীর সঙ্গে কুদ্দুসের মা কুলসুম বেগমের ঝগড়া লেগেই থাকত। 

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘আমিনুরের লাঠির আঘাতেই গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাহসিন মারা যায়। ঘটনার পর থেকেই আমিনুর পলাতক। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার