হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় সকাল ১০টায়। আজ চার শিফটে ভর্তি পরীক্ষা শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তি পরীক্ষা শুরু হলো।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে ১ হাজার ৫১৭ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৪ হাজার ৭৮৫ শিক্ষার্থী। ‘সি’ ইউনিটের প্রতি আসনে লড়াই করবেন ৪৭ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। এ ছাড়া আগামীকাল বুধবার ‘এ’ ইউনিট ও বৃহস্পতিবার ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার তিন ইউনিটে কোটাসহ ৪ হাজার ৪৩৮টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৮৫ হাজার ৬৮০টি আবেদন জমা পড়েছে। ‘এ’ ইউনিটে আবেদনকারী ৭৪ হাজার ৭৮৫ জন, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১ জন এবং ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৪৫৬ এবং নারী আবেদনকারীর সংখ্যা ৬৪ হাজার ৫২১।

এদিকে পরীক্ষায় প্রক্সিসহ বিভিন্ন জালিয়াতি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। আমরা চার স্তরের নিরাপত্তা রেখেছি। আর প্রক্সিসহ সব ধরনের জালিয়াতি ঠেকাতে আমরা প্রস্তুত আছি।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার