হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

এনায়েতপুরে নৌকা থেকে পড়ে ২ জন নিহত, নিখোঁজ ৫ 

প্রতিনিধি, সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জের খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী রহমতুল্লাহর মাজার শরীফ থেকে জামালপুরে নৌকা করে আসার পথে যমুনা নদীতে পড়ে দুজনের মৃত্যু এবং মা ও শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নিখোঁজদের সন্ধান শুক্রবার দুপুর পর্যন্ত মেলেনি। 

নিহতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্য পাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)। তাঁদের মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছে। এ ঘটনায় নিখোঁজ পাঁচজন হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জের খুরমা তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুফি বেগম (৫০), মিন্টু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (৩০) ও তাঁর ছেলে ইয়াসিন (৬) এবং আব্দুস সাত্তার (৬০)। 

এনায়েতপুর থানার ওসি তদন্ত জাকির হোসেন মোল্লা জানান, জামালপুর থেকে এনায়েতপুর পাক দরবার শরীফে নৌকা যোগে আসছিলেন জাকেরগন। বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে এনায়েতপুর স্পারবাধ সংলগ্ন যমুনা নদীতে আসার পরই নৌকা থেকে বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। তখন অন্যান্যরা তীরে সাঁতরে উঠলেও নিখোঁজ হয় মোট সাতজন। পরে এলাকার লোকজন তাদের মধ্যে দুজনের লাশ উদ্ধার করে। 

এনায়েতপুর থানার ওসি তদন্ত জাকির হোসেন মোল্লা আরও জানান, ভরা যমুনায় নিখোঁজ বাকি ৫ জনের লাশ দক্ষিণ দিকে ভেসে যেতে পারে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর