হোম > সারা দেশ > রাজশাহী

ভ্যান চালককে নির্যাতনের অভিযোগে জেল হাজতে ইউপি সদস্য 

প্রতিনিধি, সিংড়া (নাটোর)

সিংড়ায় মো. মিজু আহমেদ (২২) নামের এক ভ্যান চালককে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারপিটের অভিযোগে ইউপি সদস্য ফজর আলীর বিরুদ্ধে। এ ঘটনার পর ইউপি সদস্যকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ভোর রাতে খরসতি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সিংড়া থানা–পুলিশ। 

গ্রেপ্তারকৃত ফজর আলী উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও খরসতি গ্রামের আবুল কালামের ছেলে। 

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে ক্ষরসতি বাজারে ইউপি সদস্য ফজর আলীর দ্বিতীয় স্ত্রী রেখার মুদি দোকানে রুটি কিনতে যায় স্থানীয় ভ্যান চালক মিজু আহমেদ। এ সময় ইউপি সদস্য ফজর আলী মিজুকে রড দিয়ে বেধড়ক মারপিট শুরু করেন। পরে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে পাশবিক নির্যাতন চালানো হয়। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

ইউপি সদস্যের স্ত্রীকে ভ্যান চালক ইভটিজিং করেছেন এমন অভিযোগ এনে তাঁকে মারধর করেন বলে জানান স্থানীয়রা। 

সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় ইউপি সদস্য ফজর আলী সহ চারজনের নামে থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত ইউপি সদস্যকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী