হোম > সারা দেশ > রাজশাহী

পাঠ্যবইয়ের মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা হচ্ছে: জোনায়েদ সাকি

রাবি প্রতিনিধি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, শিক্ষাক্রমে এমনভাবে পাঠ্যবই তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা হচ্ছে। সরকার বলে, তারা নিজেরা অসাম্প্রদায়িক। কিন্তু শিক্ষার সিলেবাসের পাঠ্যবইয়ে সাম্প্রদায়িক ইতিহাস তুলে ধরা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নবম সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

জোনায়েদ সাকি আরও বলেন, যেকোনো ধর্মীয় গোষ্ঠীকে হেয় করলে সেটা সাম্প্রদায়িক হয়। যেমন হিন্দুসমাজকে হেয় করলে সাম্প্রদায়িক হয়, তেমনি মুসলমানকে হেয় করলেও সেটা সাম্প্রদায়িক হয়। কাজেই আমাদের দেশে যখন ইতিহাস রচনায় মুসলিমদের ইতিহাসকে হেয় করে লেখা হয়, তখন সাম্প্রদায়িক ইতিহাসই হয় ৷ 

গণসংহতি আন্দোলনের এই নেতা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার কার্যত জমিদারি প্রতিষ্ঠার দিকে অগ্রসর হয়েছে। তারা যখন বিরোধী দল হিসেবে থাকে, তখন তত্ত্বাবধায়ক সরকার লাগে। 

সাকি বলেন, উন্নয়ন মানে কতগুলো বড় বড় স্থাপনা নয়। এই সরকারের ওপর সামরিক সরকার; আইয়ুব খান, ইহাহিয়া খান, জেনারেল এরশাদের ভূত জারি আছে, তা পরিষ্কারভাবে উন্নয়নের দিকে তাকালেই বোঝা যায়। বড় বড় স্থাপনাকেই তারা উন্নতি বলে চালিয়ে দিচ্ছে ৷ 

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়কারী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, রাবির ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক ও ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন ৷ 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার