হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে কম্পিটারের ভেতরে মিলল ৪ কেজি গাঁজা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে কম্পিউটারের ভেতর থেকে চার কেজি গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারের একটি রেস্টুরেন্টের সামনে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় এসব গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মাদক মামলা করেছেন।

গ্রেপ্তার ব্যাক্তির নাম মোশারফ হোসেন (৪৬)। তিনি উপজেলার ভবানীপুর পাবনাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমানের নেতেত্বে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারের একটি রেস্টুরেন্টের সামনে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী মোশারফ হোসেনের সঙ্গে থাকা কম্পিটারের ভেতর থেকে পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। 

উপপরিচালক জিল্লুর রহমান বলেন, ‘মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপপরিদর্শক মোসাদ্দেক হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আগামীকাল (বুধবার) আদালতের সোপর্দ করা হবে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার