হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে কম্পিটারের ভেতরে মিলল ৪ কেজি গাঁজা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে কম্পিউটারের ভেতর থেকে চার কেজি গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারের একটি রেস্টুরেন্টের সামনে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় এসব গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মাদক মামলা করেছেন।

গ্রেপ্তার ব্যাক্তির নাম মোশারফ হোসেন (৪৬)। তিনি উপজেলার ভবানীপুর পাবনাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমানের নেতেত্বে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারের একটি রেস্টুরেন্টের সামনে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী মোশারফ হোসেনের সঙ্গে থাকা কম্পিটারের ভেতর থেকে পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। 

উপপরিচালক জিল্লুর রহমান বলেন, ‘মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপপরিদর্শক মোসাদ্দেক হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আগামীকাল (বুধবার) আদালতের সোপর্দ করা হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন