হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে কম্পিটারের ভেতরে মিলল ৪ কেজি গাঁজা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে কম্পিউটারের ভেতর থেকে চার কেজি গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারের একটি রেস্টুরেন্টের সামনে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় এসব গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মাদক মামলা করেছেন।

গ্রেপ্তার ব্যাক্তির নাম মোশারফ হোসেন (৪৬)। তিনি উপজেলার ভবানীপুর পাবনাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমানের নেতেত্বে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারের একটি রেস্টুরেন্টের সামনে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী মোশারফ হোসেনের সঙ্গে থাকা কম্পিটারের ভেতর থেকে পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। 

উপপরিচালক জিল্লুর রহমান বলেন, ‘মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপপরিদর্শক মোসাদ্দেক হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আগামীকাল (বুধবার) আদালতের সোপর্দ করা হবে।’

রাবিতে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে মিলল নিখোঁজ কৃষকের রক্তাক্ত লাশ

শ্রমিকদের চাঙা রাখতে জমিতে মাইক

নির্বাচনী সহিংসতা ও হয়রানি বন্ধে ৭ দাবি রাবি ছাত্রীসংস্থার

রাজশাহীতে তারেক রহমানের আগমনকে লাল কার্ড প্রদর্শন করলেন রাবির কয়েকজন শিক্ষার্থী

আসছেন তারেক রহমান, যা চান রাজশাহীর মানুষ

রাজশাহী বিভাগের ৩৯ আসন: ১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই

ইউএনওর বিরুদ্ধে ডিসির কাছে নালিশ

দ্বন্দ্ব ভুলে ধানের শীষের মঞ্চে তারেক