হোম > সারা দেশ > বগুড়া

রাজনীতি থেকে পরিবারতন্ত্র ধ্বংস করে ফেলতে হবে: মান্না

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘রাজনীতি থেকে পরিবারতন্ত্র ধ্বংস করে ফেলতে হবে। এই পরিবারতান্ত্রিক রাজনীতি আর চাই না। শেখ হাসিনা তার বোনের মেয়ে টিউলিপের মাধ্যমে ৫০০ কোটি টাকা পাচার করেছে। আমরা এ রকম শাসক আর চাই না। এখন নতুন করে নতুন বাংলাদেশ গড়তে চাই।’ 

আজ সোমবার বগুড়ার শিবগঞ্জে শহীদ মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত, কাপড় ও গণতন্ত্রের অধিকারের আন্দোলন। শেখ হাসিনা চোরের মতো দেশ থেকে পালিয়েছেন। অবৈধ ক্ষমতা ও দাপট কোনো দিনও টেকে না, আমরা দখলদারীর বাংলাদেশ চাই না, আবু সাঈদরা দেশকে পাল্টে দিয়েছে। যারা দেশি-বিদেশি ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।’ 

উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ কাওছার, কেন্দ্রীয় নেতা আবু তালেব দেওয়ান, উপজেলা নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, কার্যকারী সদস্য সাইদুর রহমান সাগর, সৈকত আমিন বিদ্যুৎ প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা সদস্যসচিব আব্দুল বাছেদ বাদশা। 

সমাবেশ শেষে মাহমুদুর রহমান মান্না উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রিকশাচালক রনি প্রাং ও শিক্ষক সেলিম রেজার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর