পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও বৈচিত্র্যের মাধ্যমে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে বিশ্বভ্রমণে বের হয়েছেন ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা ২১ বছর বয়সী যুবক রোহান আগরওয়াল। বাংলাদেশের ৬৩টি জেলা ভ্রমণ শেষ করে তিনি গতকাল রোববার রাতে পাবনায় এসে পৌঁছান।
এর আগে নেপালের কিছু অংশ এবং ভারতের ২৭টি রাজ্য ঘুরে সাত মাস আগে বাংলাদেশে আসেন রোহান আগরওয়াল। পায়ে হেঁটে এবং কিছু সময় অন্যের যানবাহনে করে বাংলাদেশের ৬৩টি জেলা ভ্রমণ শেষ করেন এ যুবক।
আজ সোমবার সকালে রোহান আগরওয়াল পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় স্কুলের পরিচালক জহিরুল ইসলামসহ অন্য শিক্ষকেরা তাঁকে স্বাগত জানান।
স্কুলের পরিচালক জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশ নিয়ে তার যে চিন্তা সেটি পুরো পৃথিবীর জন্য একটি ইতিবাচক বিষয়। আমরা সবাই যদি তার ধারণাকে গ্রহণ ও বাস্তবায়ন করতে পারি তাহলে পৃথিবী বদলে যাবে। পলিথিনের বিপজ্জনক প্রভাব থেকে পৃথিবীর পরিবেশ রক্ষা পাবে।’
বিশ্বভ্রমণে বের হওয়া যুবক রোহান আগরওয়াল বলেন, ‘আমি হেঁটে বিশ্বভ্রমণে বের হয়েছি। বাংলাদেশের সব জেলা ভ্রমণ শেষে আমি সর্বশেষ পাবনা জেলায় এসেছি। কখনো হেঁটে, কখনো কারও মাধ্যমে সহযোগিতা নিয়ে আমি এ ভ্রমণ করছি।’