হোম > সারা দেশ > নাটোর

গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু, ১১ টি ঘর পুড়ে ছাই

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের আগ পুরুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৯টি পরিবারের ১১টি বসত ঘর পুড়ে গেছে। 

নিহত ওই বৃদ্ধার নাম গুলজান বেগম। তিনি আগ পুরুলিয়া গ্রামের আব্দুল সরদারের স্ত্রী। 
 
গুরুদাসপুর দমকলবাহিনীর ইনচার্জ মো. শহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার ৪৫ মিনিটের মধ্যে গুরুদাসপুর, বনপাড়া ও নাটোর সদর থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 
 
স্থানীয়দের বরাত দিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল বলেন, ওই গ্রামের আব্দুল জব্বারের বাড়ির চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পর্যায়ক্রমে জব্বারের তিন ছেলেসহ প্রতিবেশী মোহাম্মদ আলী ও আব্দুল হাকিমের ১১টি বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় সকলে বের হতে পারলেও বয়সের কারণে গুলজান বেগম ঘর থেকে বের হতে পারেননি। আগুন নেভানোর পর তাঁরা বৃদ্ধার পোড়া মরদেহ উদ্ধার করে। 
 
আবু রাসেল আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার, ৫ কেজি চাল, ২ কেজি ডাল, চিরা, মুড়ি সরবরাহ করা হয়েছে। 

নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ করেন। 

সন্ধ্যার পর জেলা প্রশাসক মো. শামীম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের দাফনের জন্য আর্থিক সহযোগিতা করেন। এ ছাড়া প্রত্যক পরিবারের মাঝে নগদ অর্থ বরাদ্দ দেন। 

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার