হোম > সারা দেশ > নাটোর

গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু, ১১ টি ঘর পুড়ে ছাই

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের আগ পুরুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৯টি পরিবারের ১১টি বসত ঘর পুড়ে গেছে। 

নিহত ওই বৃদ্ধার নাম গুলজান বেগম। তিনি আগ পুরুলিয়া গ্রামের আব্দুল সরদারের স্ত্রী। 
 
গুরুদাসপুর দমকলবাহিনীর ইনচার্জ মো. শহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার ৪৫ মিনিটের মধ্যে গুরুদাসপুর, বনপাড়া ও নাটোর সদর থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 
 
স্থানীয়দের বরাত দিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল বলেন, ওই গ্রামের আব্দুল জব্বারের বাড়ির চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পর্যায়ক্রমে জব্বারের তিন ছেলেসহ প্রতিবেশী মোহাম্মদ আলী ও আব্দুল হাকিমের ১১টি বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় সকলে বের হতে পারলেও বয়সের কারণে গুলজান বেগম ঘর থেকে বের হতে পারেননি। আগুন নেভানোর পর তাঁরা বৃদ্ধার পোড়া মরদেহ উদ্ধার করে। 
 
আবু রাসেল আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার, ৫ কেজি চাল, ২ কেজি ডাল, চিরা, মুড়ি সরবরাহ করা হয়েছে। 

নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ করেন। 

সন্ধ্যার পর জেলা প্রশাসক মো. শামীম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের দাফনের জন্য আর্থিক সহযোগিতা করেন। এ ছাড়া প্রত্যক পরিবারের মাঝে নগদ অর্থ বরাদ্দ দেন। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার