হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচল ১৬ শিশু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চালকের অবহেলায় রেললাইনের ধারে পড়ে থাকা মাইক্রোবাসে ধাক্কা দেয় ট্রেন। এ ঘটনায় মাইক্রোবাসটির এক পাশ দুমড়ে-মুচড়ে গেলেও প্রাণে বেঁচে যায় ১৬ শিশু শিক্ষার্থী। এ ঘটনায় আতঙ্কিত শিশুদের হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বুধবার সকালে পৌর এলাকার আলীনগর হাজিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলা শহরের এশিয়ান স্কুলের ১৬ জন শিক্ষার্থীকে নিয়ে একটি মাইক্রোবাস পৌর এলাকার স্কুলে যাচ্ছিল। পথে মাইক্রোবাসটির তেল শেষ হয়ে যায়। চালক রেললাইনের ধারেই মাইক্রোবাসটি দাড় করিয়ে তেল আনতে যান। এ সময় রাজশাহীগামী একটি ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। মাইক্রোবাসটির কিছুটা ক্ষতি হলেও প্রাণে বেঁচে যায় শিশুরা। তবে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে তারা। 

এই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বলেন, ‘স্কুলের মাইক্রোবাসে ১৬ জন শিশু শিক্ষার্থী ছিল। তারা সবাই ভিন্ন ভিন্ন ক্লাসের শিক্ষার্থী। কারও ক্ষতি হয়নি।’ 

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ছাবের আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কাউকে পাইনি। শিক্ষার্থীরা সবাই শিশু। তাই আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার শহিদুল আলম বলেন, রেল দুর্ঘটনাটি থেকে রক্ষা পেয়েছে স্কুলের একটি মাইক্রোবাস। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।' 

চলতি বছরের ২৪ জানুয়ারি সকালে একই স্থানে রেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক