হোম > সারা দেশ > রাজশাহী

তুচ্ছ ঘটনায় অ্যাম্বুলেন্সচালককে হত্যা, গ্রেপ্তার ৩ 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গতকাল শুক্রবার দিবাগত রাতে ছুরিকাঘাতে খুন হন অ্যাম্বুলেন্সচালক জহুরুল ইসলাম (৪৩)। উপজেলার জাহাঙ্গীরাবাদ চককানপাড়া এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই বাকেরুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্দুস সালাম সেলিম (৪৩), মৃত আফতাব শেখের ছেলে মো. হারুন প্রামাণিক (৫০), মো. আবদুস সালাম সেলিমের ছেলে মো. সাদিক (২০)। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অ্যাম্বুলেন্সের ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মামলার আসামিদের হাতে জহুরুল ইসলাম খুন হয়েছেন। 

নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় ভাড়ার টাকা নিয়ে জহুরুলের সঙ্গে সেলিম, হারুন, সাদিকসহ বেশ কয়েকজনের দ্বন্দ্ব হয়। এর জেরে তখন অ্যাম্বুলেন্সের লাইট ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিনই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হেঁটে বাড়িতে ফিরছিলেন জহুরুল। পথিমধ্যে হোটেল নাজ গার্ডেনের পেছনে জহুরুলকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় জহুরুল বাড়িতে গেলে পরিবারের লোকজন তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক জহুরুলকে মৃত ঘোষণা করেন। 

কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রাজু কামাল আজকের পত্রিকাকে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে খুনের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির পরিবার জড়িত ব্যক্তিদের চিহ্নিত করেছে। অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৩ জনতে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে মাঠে রয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত