হোম > সারা দেশ > রাজশাহী

তুচ্ছ ঘটনায় অ্যাম্বুলেন্সচালককে হত্যা, গ্রেপ্তার ৩ 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গতকাল শুক্রবার দিবাগত রাতে ছুরিকাঘাতে খুন হন অ্যাম্বুলেন্সচালক জহুরুল ইসলাম (৪৩)। উপজেলার জাহাঙ্গীরাবাদ চককানপাড়া এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই বাকেরুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্দুস সালাম সেলিম (৪৩), মৃত আফতাব শেখের ছেলে মো. হারুন প্রামাণিক (৫০), মো. আবদুস সালাম সেলিমের ছেলে মো. সাদিক (২০)। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অ্যাম্বুলেন্সের ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মামলার আসামিদের হাতে জহুরুল ইসলাম খুন হয়েছেন। 

নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় ভাড়ার টাকা নিয়ে জহুরুলের সঙ্গে সেলিম, হারুন, সাদিকসহ বেশ কয়েকজনের দ্বন্দ্ব হয়। এর জেরে তখন অ্যাম্বুলেন্সের লাইট ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিনই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হেঁটে বাড়িতে ফিরছিলেন জহুরুল। পথিমধ্যে হোটেল নাজ গার্ডেনের পেছনে জহুরুলকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় জহুরুল বাড়িতে গেলে পরিবারের লোকজন তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক জহুরুলকে মৃত ঘোষণা করেন। 

কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রাজু কামাল আজকের পত্রিকাকে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে খুনের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির পরিবার জড়িত ব্যক্তিদের চিহ্নিত করেছে। অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৩ জনতে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে মাঠে রয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী