হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ১০ বছর বয়সী ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ।

এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর হজের মোড় এলাকায় মাদ্রাসার আবাসিক ভবন থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষকের নাম মো. মোস্তাকিন (২১)। তিনি নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার মাদরাসাতুল আঞ্জুম মাদ্রাসার শিক্ষক। রাজশাহীর চারঘাট উপজেলার বনকেশর এলাকায় তাঁর বাড়ি। 

ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে শিক্ষক মোস্তাকিন ১০ বছর বয়সী এক আবাসিক ছাত্রকে ধর্ষণ করেন। ২৭ ফেব্রুয়ারি ওই ছাত্র বিষয়টি প্রতিষ্ঠানের এক শিক্ষককে জানায়। পরে ওই শিক্ষকের মোবাইল ফোন থেকে তার বাবা-মাকেও ধর্ষণের বিষয়টি জানায়। 

পরে ওই ছাত্রের বাবা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি চন্দ্রিমা থানা-পুলিশকে জানায়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মোস্তাকিনকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে ভুক্তভোগী শিশুর বাবা চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা করেন। মঙ্গলবার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত