হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ১০ বছর বয়সী ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ।

এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর হজের মোড় এলাকায় মাদ্রাসার আবাসিক ভবন থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষকের নাম মো. মোস্তাকিন (২১)। তিনি নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার মাদরাসাতুল আঞ্জুম মাদ্রাসার শিক্ষক। রাজশাহীর চারঘাট উপজেলার বনকেশর এলাকায় তাঁর বাড়ি। 

ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে শিক্ষক মোস্তাকিন ১০ বছর বয়সী এক আবাসিক ছাত্রকে ধর্ষণ করেন। ২৭ ফেব্রুয়ারি ওই ছাত্র বিষয়টি প্রতিষ্ঠানের এক শিক্ষককে জানায়। পরে ওই শিক্ষকের মোবাইল ফোন থেকে তার বাবা-মাকেও ধর্ষণের বিষয়টি জানায়। 

পরে ওই ছাত্রের বাবা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি চন্দ্রিমা থানা-পুলিশকে জানায়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মোস্তাকিনকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে ভুক্তভোগী শিশুর বাবা চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা করেন। মঙ্গলবার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর