হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়া রেল ব্রিজের পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তুলসীগঙ্গা নদীর ওপর রেল ব্রিজের পশ্চিম পাশে অপরিচিত এক ব্যক্তি রেললাইনের ওপরে বসে ছিলেন। স্থানীয়রা ট্রেন আসছে বলে চিৎকার দিয়ে তাঁকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।

স্থানীয় বাসিন্দা আবু রায়হান বলেন, ‘খুব সকালে এক ব্যক্তি রেল ব্রিজের পশ্চিম পাশে লাইনের ওপর বসে ছিলেন। ট্রেন আসার সময় আমাদের গ্রামের এক ব্যক্তি তাঁকে ডাকছিলেন, তখন তিনি শুনতে পাননি। মুহূর্তের মধ্য ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে মারা যান।’

জানতে চাইলে আক্কেলপুর রেল স্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আজ ভোর ৫টা ২৮ মিনিটে আক্কেলপুর স্টেশন থ্রু-পাস করে। ওই ট্রেনেই তিনি কাটা পড়তে পারেন। ঘটনাটি সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় জানানো হয়েছে।’

সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হলহলিয়া রেল ব্রিজে এসেছি। ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। আমরা মরদেহের আঙুলের ছাপ নিয়েছি এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে