হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্পের একটি দল পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আসামির নাম মিজানুর রহমান ওরফে মিঠু (৩২)। নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর শাহপাড়া গ্রামে তাঁর বাড়ি। 

আজ বুধবার র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে এক নারী বাগাতিপাড়া জামনগর বাজারে রবিউল ইসলামের কাপড়ের দোকানে গিয়ে জানতে চান, এই বাজারে এমব্রয়ডারির কাজ কোথায় করা হয়। তখন রবিউল ইসলাম ওই নারীকে জানান, ভবনের দোতলায় এমব্রয়ডারির কাজ হয়। তিনি নিজেই ওই নারীকে দোতলায় নিয়ে যান। কৌশলে একটি গুদামঘরে ঢোকানো হয় ওই নারীকে। সেখানে আগে থেকেই ছিলেন মো. বজলু ও মিজানুর রহমান ওরফে মিঠু নামের আরও দুই ব্যক্তি। তাঁরা তিনজন মিলে ওই নারীর মুখ ও হাত চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করেন। তারপর পালিয়ে যান। পরে ভুক্তভোগী নারী থানায় মামলা করেন। 

এরপর রবিউল গ্রেপ্তার হলেও অন্য দুজন পালিয়ে যান। আট মাস পর মিজানুর রহমানকে গ্রেপ্তার করল র‍্যাব। র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁকে কারাগারে পাঠাবে। মামলার অন্য আসামি বজলুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে র‍্যাব। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী