হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির মালায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আব্দুল কাদের ও রয়েল বিশ্বাস। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসকে চাঁদাবাজির মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ রোববার সকালে একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করলে নাচোল আমলি আদালতের দ্বিতীয় বিচারক মোসা. ইসিতা শবনম জামিন নামঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আদালতের নির্দেশে আব্দুল কাদের ও রয়েল বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২০ অক্টোবর নাচোল থানায় মামলাটি করেন ফতেপুর ইউনিয়নের মারকৈল গ্রামের এস্তাব আলী। মামলায় আওয়ামী লীগের ২৬ জন নেতার নাম উল্লেখ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ মে সকালে ফতেপুর ইউনিয়নের মারকৈল গ্রামে আব্দুল কুদ্দুসের আমবাগানে বাদীর কাছে আব্দুল কাদের চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আব্দুল কাদেরের হুকুমে অন্য আসামিরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তাতেও চাঁদা দিতে না চাইলে তাঁকে মারধরসহ আমবাগানের ক্ষতি করা হয়।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’