হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির গণসমাবেশ: রাজশাহীতে নেতা–কর্মীদের মধ্যে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ হবে আগামী শনিবার। তবে আগেভাগেই এসেছেন অনেক নেতা-কর্মী। সঙ্গে এনেছেন হাঁড়ি-পাতিল, চাল, ডালসহ প্রয়োজনীয় জিনিসপত্র। সঙ্গে সামিয়ানা এনে করেছেন তাবু। তার নিচে নেতা-কর্মীদের কেউ ঘুমাচ্ছেন, কেউ গল্প করছেন। তাঁবুগুলোর পাশেই চুলা করে রান্নাবান্না চলছে। চলছে তিনবেলা খাওয়া-দাওয়া। এর ফাঁকে ফাঁকে এখানে-ওখানে গোল হয়ে নানা স্লোগান দিচ্ছেন নেতা–কর্মীরা। বুধবার রাত থেকে রাজশাহীর হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এমন দৃশ্যই দেখা যাচ্ছে।

এই ঈদগাহের পাশেই রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ)। এখানেই শনিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। তবে এখন মাঠ ও মঞ্চ প্রস্তুতের কাজে নিয়োজিত ছাড়া অন্য নেতা–কর্মীরা মাঠে ঢুকতে পারছেন না। তাই তারা আশ্রয় নিয়েছেন পাশের ঈদগাহ মাঠে। 

এই সমাবেশের আগে বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট যে হবে তা আগেই জানতেন নেতা–কর্মীরা। তাই দূরের নেতা-কর্মীদের অনেকে ধর্মঘট শুরুর আগেই চলে এসেছেন। বৃহস্পতিবার বাস বন্ধ থাকলেও ট্রাকসহ অন্যান্য পরিবহনে এসেছেন অনেকে। সবাই আশ্রয় নিয়েছেন ঈদগাহ মাঠে। 

বৃহস্পতিবার দুপুরে ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায়, একেক জেলার নেতা–কর্মীরা একেক স্থানে তাঁবু করেছেন। সবচেয়ে বেশি নেতা-কর্মী ইতিমধ্যে এসেছেন বগুড়া থেকে। এর বাইরে পাবনা, সিরাজগঞ্জ ও জয়পুরহাটের কিছু নেতা-কর্মীকে দেখা গেছে। রাজশাহীর পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর নেতা-কর্মীদের এখনো সেভাবে দেখা যাচ্ছে না। সমাবেশের আগের দিন কিংবা সেদিনই সকাল সকাল তারা চলে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি গ্রাম থেকে এসেছেন জহুরুল ইসলাম। তিনি বলেন, বুধবার রাতে তারা ২২টি গাড়িতে একসঙ্গে বগুড়া থেকে আসছিলেন। রাজশাহী শহরে ঢোকার আগে পবার নওহাটা কলেজ মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। এরপর বাসগুলোকে বগুড়ায় ফেরত পাঠানো হয়েছে। তারা প্রায় ১৩ কিলোমিটার হেঁটে এখানে এসেছেন। আরও অনেকেই রাজশাহী ঢোকার পথে বাধা পেয়েছেন বলে দাবি করেছেন। 

বৃহস্পতিবার দুপুরে ঈদগাহ মাঠে ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ অন্য নেতারা। 

এ সময় দুলু বলেন, বিভাগের প্রতিটি থানায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করা হয়েছে। তারপরও রাজশাহীর দিকে ছুটছেন নেতা–কর্মীরা। কিছু অতি উৎসাহী পুলিশ তাদের পথে পথে বাঁধা দিচ্ছে। 

দুলু বলেন, ‘যত বাধাই আসুক না কেন আমাদের সমাবেশ সফল হবে। মানুষ পায়ে হেঁটে, সাইকেল, ভ্যান, টেম্পো, রিকশায় চড়ে হলেও এই সমাবেশে আসবে। আর সমাবেশের আগে যে পরিবহন ধর্মঘট, তা নতুন কিছু না। বিএনপির সমাবেশ এলেই বাস ধর্মঘট হয়। আমাদের এটি দেখে অভ্যাস হয়ে গেছে। এটির পজিটিভ দিকও আছে। এই যে ৩ তারিখ উপলক্ষে রাজশাহীতে বাস ধর্মঘট চলছে, এটি তো প্রচার হচ্ছে। মানুষ জানতে পারছে রাজশাহীতে বিএনপির সমাবেশ। বাস বন্ধ থাকায় আমাদের তেমন কোনো প্রভাব পড়বে না। বরং আমাদের প্রচার হচ্ছে এটিই আমাদের লাভ।’ 

তবে বিএনপির এই সমাবেশকে ‘পিকনিক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে নগর আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, ‘দীর্ঘ দিন পর বিএনপি মাঠে বেরিয়েছে। একটু আগে ওদের সমাবেশের ওইদিক দিয়ে এলাম। দেখলাম, রান্নাবান্না চলছে। একটা পিকনিক পিকনিক ভাব। সেটা করুক। শান্তিপূর্ণ সমাবেশ করলে অসুবিধা নেই। কিন্তু জানমালের ক্ষতি, জনদুর্ভোগ সৃষ্টির মতো সংকট তৈরি করলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।’ 

বিএনপির দেশব্যাপী গণসমাবেশের অংশ হিসেবে শনিবার রাজশাহী বিভাগের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অন্তত ১৫ লাখ মানুষের সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এই সমাবেশ ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছে পুলিশ।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর