হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে অসুস্থ ইগল উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পুলিশ অসুস্থ ইগলটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা কর্তৃপক্ষ একটি বিলুপ্তপ্রায় অসুস্থ ইগল উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) রাজশাহী নগরের হড়গ্রাম ব্যাংকপাড়ার বাসিন্দা সুজন ইসলাম তাঁর বাড়ির উঠানে একটি অসুস্থ ইগলকে পড়ে থাকতে দেখেন। এই অসুস্থ ইগল নিয়ে কী করবেন ভেবে পাচ্ছিলেন না সুজন। পরবর্তী সময় তিনি থানায় ফোন করেন। এরপর কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ গিয়ে সুজনের বাড়ি থেকে অসুস্থ ইগলটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, গতকাল বিকেলে সুজন ইসলামের বাড়িতে একটি অসুস্থ পড়ে থাকার খবর পায় কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ। খবর পেয়েই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দ্রুত ওই বাড়িতে পুলিশ পাঠান। পরে ইগলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন আরও জানান, কাশিয়াডাঙ্গা থানায় ইগলটির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজশাহী বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে বিভাগীয় বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির থানা থেকে অসুস্থ ইগলটিকে নিয়ে যান। তিনি নিশ্চিত করেছেন, পাখিটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত