হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে দ্বিতীয় ধাপের নির্বাচন, নৌকা নেই তিন ইউপিতে

রাজশাহী প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় ভোট হচ্ছে। দুই উপজেলার ১৬টি ইউপির মধ্যে তিনটিতে থাকছে না নৌকা প্রতীক। একজন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও অসুস্থতার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন না। অন্য দুজনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আপিলেও তাঁরা প্রার্থিতা ফিরে পাননি। জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম জানান, উপজেলায় আওয়ামী লীগের দুই প্রার্থীসহ সাতজনের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। তাঁরা প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছিলেন। সোমবার বিকেলে অনুষ্ঠিত আপিল শুনানিতে আওয়ামী লীগের দুই প্রার্থীসহ চারজনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। 

আপিলেও মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের নৌকার প্রার্থী আবদুল মালেক, বাঁধাইড় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেন হোসাইন, গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের নৌকার প্রার্থী জালাল উদ্দিন এবং দেওপাড়ার স্বতন্ত্র প্রার্থী যুবদল নেতা নাসিরুদ্দীন বাবু। 

এদিকে গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন শহিদুল ইসলাম। অসুস্থতার কারণে তিনি মনোনয়নপত্র দাখিলই করেননি। এর ফলে চর আষাড়িয়াদহতেও নৌকা প্রতীক নিয়ে কেউ ভোট করছেন না। মোট তিনটি ইউপিতে থাকছে না নৌকার প্রার্থী। 

এদিকে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন তানোরের কলমা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাপ হোসেন, গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাগর আলী ও বাঁধাইড় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা। আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৭২ জন। 

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়