হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী বিসিকে সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

রাজশাহীতে সেমিনারে দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বিসিক শিল্প এলাকায় অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ বুধবার সকালে রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনার লক্ষ্যে ব্যবসায়ী ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক-প্রতিনিধিদের নিয়ে এক সচেতনতামূলক সেমিনারে এ দাবি জানানো হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ সেমিনারে ব্যবসায়ীরা বিসিক শিল্প এলাকায় আরও অবকাঠামো গড়ে তোলা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানান। এ ছাড়া সহজে ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য বিভিন্ন লাইসেন্স ফি কমানো, প্রযোজ্য ক্ষেত্রে শব্দ দূষণ, ফায়ার সেফটি ও পরিবেশগত ছাড়পত্রের সার্টিফিকেট গ্রহণ, সহজে ব্যাংক ঋণ প্রাপ্তি, নতুন পণ্যের ছাড়পত্র, শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, ফুড সেফটি নিশ্চিত করাসহ বিভিন্ন প্রস্তাব করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব বিবেচনার আশ্বাস দেন।

বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক সকল শিল্প কারখানায় শিশুশ্রম বন্ধ করতে হবে। প্লাস্টিকের পরিবর্তে পাটজাতসামগ্রী ব্যবহারের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্ট্রিট ফুড ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে হবে। এ ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণে শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন তিনি।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ নইমুল আহছান ভূঁইয়া, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক জাহাঙ্গীর আলম এবং উপপ্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী নজরুল ইসলাম।

সেমিনারে রাজশাহী রেশম শিল্পমালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সাদরুল ইসলাম, ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা লিপি, নাবিল গ্রুপের কৃষিবিদ জাহিদুল ইসলামও উপস্থিত ছিলেন।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার