হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সাংবাদিক নিহত, আহত ৪ 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গোলাম নবী (৬০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি বগুড়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক কালের খবর পত্রিকার সহসম্পাদক ছিলেন।

বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে শাকপালা এলাকায় বগুড়া-নাটোর ও বগুড়া-ঢাকা মহাসড়কের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত হয়েছেন চার জন। তাঁরা হলেন বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বেলুহালী গ্রামের আশরাফ আলী, মুন্সিগঞ্জ জেলার ধীরাজ এবং বগুড়ার কাহালু উপজেলার বেলাল হোসেন ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম।

আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল আজকের পত্রিকাকে জানান, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে শাকপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক উন্নয়নকাজে নিয়োজিত বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। 

এসআই রাজু কামাল জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী গোলাম নবী মারা যান। তাঁর কাছ থেকে দৈনিক কালের খবর পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার