নওগাঁর মান্দায় বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন (২৬) একই গ্রামের আজিজার রহমানের ছেলে।
আজিজার রহমান বলেন, আলতাফ হোসেন আজ শনিবার সকালে একই গ্রামের নজরুল ইসলামের বাড়িতে কাজে যায়। সেখানে কাজ করার সময় দুপুরের দিকে তার থেকে বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে সে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।