পাবনা সদর উপজেলায় নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। এর আগে শুক্রবার রাতে বলরামপুরে কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন ওই নারী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার সাব্বির হোসেন ও দিনাজপুর জেলার শাহ আলম। এ ঘটনায় শনিবার ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
ভুক্তভোগী নারী ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে কাজ শেষে একাই বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী নারী। এ সময় কারখানার সুপারভাইজার শাহ আলম তাঁকে বাড়িতে এগিয়ে দেওয়ার কথা বলে সঙ্গে রওনা হন। কিছু দূর গিয়ে নির্জন স্থানে শাহ আলম ওই নারীকে জড়িয়ে ধরেন এবং অনৈতিক সম্পর্কের চেষ্টা করেন। এ সময় ওই নারী ধাক্কা দিলে শাহ আলম ক্ষিপ্ত হয়ে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেন। মোবাইল ফোনে অন্য কারো সঙ্গে কথা বলেন তিনি। একটু পরে সেখানে আরও সাত-আটজন যুবক তাঁদের ঘিরে ধরেন। তাঁরা ওই নারীকে জঙ্গলে নিয়ে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে কারখানার আরেক শ্রমিক সাব্বির সেখানে হাজির হন। তাঁরা সাব্বির ও শাহ আলমকে আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করেন।
এদিকে স্থানীয়রা বলছেন, এ ঘটনার সঙ্গে জড়িত বাদশা, আতিয়ার, রাজিব, মনির, আশরাফ, শেখ সাদী ও সাঈদ শেখ এখনো ধরাছোঁয়ার বাইরে। ঘটনার পর থেকেই তাঁরা এলাকা থেকে পালিয়েছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।