হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে চোর সন্দেহে শামীম সরদার (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  এ সময় সোহান হোসেন (১৮) নামের একজন আহত হন। গতকাল মঙ্গলবার উপজেলার জোনাইল বাজারে এ ঘটনা ঘটে। তবে শামীম রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আযম বিষয়টি নিশ্চিত করেন। 

শামীম সরদার উপজেলার সদর ইউনিয়নের পিওভাগ গ্রামের সুলতান সরদারের ছেলে ও আহত সোহান হোসেন জোনাইল ইউনিয়নের বর্ণি গ্রামের লোকমান হোসেনের ছেলে। 

আটক ব্যক্তিরা হলেন ডেকোরেটর ব্যবসায়ী ও পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মুক্তার হোসেন (৫০) ও তাঁর ছেলে সুমন আলী (২৬)।

জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্থানীয়দের সূত্রে বলেন, প্রায় এক মাস আগে মুক্তার হোসেনের মালিকানাধীন মা ডেকোরেটর থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। এতে জড়িত সন্দেহে শামীম সরদারকে গতকাল মঙ্গলবার সকালে জোনাইল বাজারে দোকানের ভেতরে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে মারপিট করে মুক্তার, সুমনসহ আরও কয়েকজন। পরে সোহান হোসেন নামের আরও একজনকে বাড়ি থেকে তুলে নিয়ে এনে একই জায়গায় পেটানো হয়। আত্মীয়স্বজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে শামীম সরদার মারা যান।

শামীম সরদারের স্ত্রী রেশমা বেগম বলেন, ‘সকাল ১০টার দিকে বাড়ি থেকে খাবার খেয়ে বাজারে যায় শামীম সরদার। সাড়ে ১২টার দিকে মুক্তারের দোকানের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পাই। আমার স্বামী কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না। যদি করেও থাকেন তার জন্য আইন-আদালত আছে। তারা কেন আমার স্বামীকে হত্যা করল। আমি এই ঘটনার জড়িতদের বিচার চাই।’

সোহানের বাবা লোকমান হোসেন বলেন, ‘শামীমকে নির্যাতনের সময় জীবন বাঁচাতে আমার ছেলের নাম বলে। তারা আমার বাড়ি থেকে ছেলেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে।’

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী বলেন, আহতদের মধ্যে একজনকে এখানে ভর্তি করা হয়েছে। অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। 

বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, পিটিয়ে একজনকে মারার ঘটনায় জড়িত থাকায় দুজনকে আটক করা হয়েছে। রাতেই সোহানের বাবা লোকমান হোসেন বাদী হয়ে মুক্তার হোসেন ও সুমন আলীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত চার-পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত