হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু বইমেলা উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু বইমেলা শুরু হয়েছে। আজ রোববার সকাল সোয়া ১০টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম ভার্চ্যুয়ালি এ মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ূন কবীর। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বলেন, ‘জাতির পিতাকে আগামী প্রজন্মের কাছে নিয়ে যেতে চাই। তিনি স্বাধীনতা এনে দেওয়ার পাশাপাশি কীভাবে দেশকে এগিয়ে নিতে যেতে হবে সেটিও শিখিয়ে গেছেন। আমাদের বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর কর্মময় জীবন আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’ 

জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-পিএসসির সাবেক সদস্য মো. ফজলুল হক, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. মোখলেসুর রহমান। 

জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, ‘বঙ্গবন্ধু সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। তাঁর সে স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের কাজ করতে হবে। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু তাঁর কালজয়ী ভাষণে সর্বস্তরের মানুষের মুক্তির ডাক দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে গোটা দেশবাসী তাঁর কথায় ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।’ 

বইমেলায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা বইসহ জেলার ও দেশের খ্যাতনামা লেখকদের বই মেলায় স্থান পেয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা চলবে। আগামী ১৮ ডিসেম্বর শেষ হবে এই বইমেলা।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী