হোম > সারা দেশ > রাজশাহী

অক্টোবরে রাজশাহী বিভাগজুড়ে বিএসটিআইয়ের ৫৪ মামলা

রাজশাহী প্রতিনিধি

রাষ্ট্রায়ত্ত মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগজুড়ে মোট ৫৪টি মামলা দায়ের করেছে। বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয় অভিযান চালিয়ে এসব মামলা করেছে। আজ সোমবার রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজা এ তথ্য জানিয়েছেন। 
 
ইঞ্জিনিয়ার সেলিম রেজা জানান, ওজন ও পরিমাপে কারচুপি, অবৈধ ওজন-পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে রাজশাহী বিভাগের জেলায় সর্বমোট ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর আওতায় ২৩টি মামলা করা হয়। এতে ২ হাজার ৯০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া এ আইনের অধীনে সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে আরও দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়। 

অন্যদিকে ‘বিএসটিআই আইন-২০১৮’ এর আওতায় মান সনদ না থাকায় ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের ব্যাপারে মোট ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ২৪টি মামলায় ৪ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ১৯টি সার্ভিল্যান্স টিমের অভিযান পরিচালনার মাধ্যমে ৪টি নিয়মিত মামলা করা হয়। এর বাইরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে একটি মামলা নিষ্পত্তি করেন।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’