রাজশাহীতে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার মহানগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মজনু আহমেদ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি কোচিং সেন্টারের পরিচালক।
র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কারে তল্লাশি করা হয়। এ সময় কার থেকে তিনটি গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে কারের মালিক মজনু আহমেদকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
এ ছাড়া গ্রেপ্তার মজনু আহমেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।