হোম > সারা দেশ > রাজশাহী

ফেসবুকে আন্দোলনের ছবি-ভিডিও, রাবির সাবেক শিক্ষার্থী কারাগারে

রাবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। গত সোমবার রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে (গতকাল) তাঁকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাবির সাবেক ওই শিক্ষার্থীর নাম রাশেদ রাজন (২৮)। তিনি বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ থেকে পড়ালেখা শেষ করেছেন। বর্তমানে তিনি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া তিনি ক্যাম্পাস সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। তিনি টানা পাঁচ বছর ক্যাম্পাসভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ক্যাম্পাস লাইভে কাজ করছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ২৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন রাশেদ রাজন। সোমবার তাঁকে ডিবি পরিচয়ে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ৩০ জুলাই তাঁকে কোর্টে চালান করে দেওয়া হয়।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, ‘ছাত্রদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে গেছে। সে জায়গা থেকে অনেকেই আন্দোলনে যুক্ত হচ্ছেন। আবার যাঁরা সরাসরি যুক্ত হতে পারছেন না, তাঁরা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের ছবি ভিডিও পোস্ট করে নিজে প্রতিবাদ করছেন।’

মেহেদী হাসান আরও বলেন, ‘রাশেদ রাজন ক্যাম্পাসে দীর্ঘদিন সাংবাদিকতা করায় সবার সঙ্গেই ভালো সম্পর্ক ছিল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করে নিজেও দেশজুড়ে গণহত্যার প্রতিবাদ করছেন। আমরা তাঁর গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। পুরো দেশটা এখন জেলখানা, যাকে ইচ্ছে তাঁকেই রাতের আঁধারে তুলে নিয়ে যাচ্ছে, গ্রেপ্তার করছে ও রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে।’

ওসি শেখ মোবারক পারভেজ আজকের পত্রিকাকে বলেন, রাশেদ রাজন নামের ওই শিক্ষার্থীকে ডিবি পুলিশ আটক করেছিলেন। পরে মতিহার থানায় পাঠানো হলে সেখান থেকে তাঁকে কোর্টে চালান করা হয়। বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা