হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শনাক্তের হার ৫০%–এর বেশি, ৭ দিনের লকডাউনে চাঁপাইনবাবগঞ্জ

প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার রাত ১২টা থেকে লকডাউন কার্যকর হবে।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন।

তিনি জানান, সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত এক সপ্তাহে করোনা সংক্রমণের হার পর্যবেক্ষণে দেখা যায়, এখানে করোনা সংক্রমণের হার শতকরা ৫০ ভাগের অধিক।

১১ দফা নির্দেশনার তথ্য জানিয়ে প্রশাসক জানান, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আগত বাংলাদেশিদের যথাযথ কোয়ারেন্টিন নিশ্চিত করা হলেও ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। পরিস্থিতি চরম অবনতি হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনাক্রমে এ লকডাউন ঘোষণা করা হয়েছে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও স্বাস্থ্যবিশেষজ্ঞদের পরামর্শে সাত দিনের এ লকডাউনে সকল প্রকার যানসহ দোকানপাট, হাট বন্ধ থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিব, সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এ নিয়ে জেলায় মোট ১ হাজার ২৯১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৯, শিবগঞ্জ উপজেলায় ৩, গোমস্তাপুরে ৬ ও ভোলাহাটে ১ জন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহীর পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা এবং গোমস্তাপুর ও ভোলাহাটে র্যাপিড এ্যান্টিজেন পরীক্ষায় ৯৫ জনের প্রতিবেদনের মধ্যে ৫৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী