হোম > সারা দেশ > রাজশাহী

কনস্টেবলকে মারধরের পর যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে মাহমুদুল হাসান আপেল নামের এক যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর এলাকায় ওই যুবলীগ নেতার বাসা থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল রোববার দুপুরে ট্রাফিক আইন ভঙ্গ করে গাড়ি চালানোর সময় ওই যুবলীগ নেতার সঙ্গে হাইওয়ে পুলিশের কনস্টেবল তৌহিদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই কনস্টেবলকে তিনি মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। ওই ঘটনায়ও গতকাল রাতে থানায় মামলা হয়। মারধর ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মনজুরুল আলম।

অভিযুক্ত যুবলীগ নেতা মাহমুদুল হাসান আপেল সরকার মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও শংকরপুর গ্রামের বাসিন্দা। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা মাহমুদুল হাসান আপেল সরকারের বাসায় অভিযান চালিয়ে হাঁসুয়া, চাপাতিসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে ওই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে