হোম > সারা দেশ > রাজশাহী

কনস্টেবলকে মারধরের পর যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে মাহমুদুল হাসান আপেল নামের এক যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর এলাকায় ওই যুবলীগ নেতার বাসা থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল রোববার দুপুরে ট্রাফিক আইন ভঙ্গ করে গাড়ি চালানোর সময় ওই যুবলীগ নেতার সঙ্গে হাইওয়ে পুলিশের কনস্টেবল তৌহিদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই কনস্টেবলকে তিনি মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। ওই ঘটনায়ও গতকাল রাতে থানায় মামলা হয়। মারধর ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মনজুরুল আলম।

অভিযুক্ত যুবলীগ নেতা মাহমুদুল হাসান আপেল সরকার মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও শংকরপুর গ্রামের বাসিন্দা। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা মাহমুদুল হাসান আপেল সরকারের বাসায় অভিযান চালিয়ে হাঁসুয়া, চাপাতিসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে ওই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা