হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেপরোয়া বাইক গাছে ধাক্কা লেগে ১ বন্ধু নিহত, অপর ২ জনের অবস্থা আশঙ্কাজনক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে তিন বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলেন। বেপরোয়া বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে একজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক। 

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের পেঁঙ্গুয়ারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মেহেদী হাসান (১৮) এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

মেহেদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সুদ্বীপ সরকার। 

জানা গেছে, মেহেদী হাসান উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আবু বক্কারের ছেলে। নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান একই গ্রামের দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামকে নিয়ে ঈদের আনন্দ করার উদ্দেশ্যে ভগ্নিপতির বাইক নিয়ে ঘুরে বের জন। বড়ইচড়া থেকে তাড়াশের দিকে যাচ্ছিলেন তাঁরা। 

মেহেদী হাসান বেপরোয়া বাইক চালাচ্ছিলেন। তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের পেঁঙ্গুয়ারী মোড়ে এসে বাইকটি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। 

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সুদ্বীপ সরকার মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। 

গুরুতর আহত অপর দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

জানতে চাইলে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী