নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় মহাদেব কর্মকার (৭৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা এগারোটার দিকে শহরের বড়গাছা পাল পাড়া মহল্লার রাস্তার ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহাদেব কর্মকার ওই এলাকার প্রয়াত ফকির চাঁদের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার বেলা এগারোটার দিকে মহাদেব কর্মকার বড়গাছা পাল পাড়া মহল্লার নিজ বাড়ি থেকে বের হয়ে প্রধান সড়কে আসার পর দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুপুরে তাঁকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।