হোম > সারা দেশ > রাজশাহী

সোনার দুল কেড়ে নিতেই শিশু ঈশাকে হত্যা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় সোনার কানের দুল কেড়ে নিতে শিশু ঈশা খাতুনকে (৫) অপহরণের পর হত্যা করা হয়েছে বলে দাবি পুলিশ ও স্বজনদের। নিখোঁজের আট দিন পর পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আড়ানী স্টেশন এলাকার ইক্ষু ক্রয় কেন্দ্রের পেছনে গমখেত থেকে ঈশা খাতুনের অর্ধগলিত লাশ উদ্ধার করে। পুলিশ বলছে, হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ চলছে। 

ঈশা খাতুন উপজেলার আড়ানী পৌর এলাকার আড়ানী রেলস্টেশনসংলগ্ন নুরনগর গ্রামের চা-বিক্রেতা ইউসুফ আলীর একমাত্র মেয়ে। ৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এর আগে, ২ ফেব্রুয়ারি রাত আটটার পর থেকে নিখোঁজ ছিল সে। 

আজ শুক্রবার সরেজমিন নুরনগর গ্রামে দেখা যায়, বাড়ির বাইরে চেয়ারে নির্বাক বসে আছেন ঈশার বাবা ইউসুফ আলী। অনেক লোক তাঁকে ঘিরে রেখেছেন। তাঁকে কথা বলানোর চেষ্টা করছেন। কারও সঙ্গে কোনো কথা বলছেন না। বাড়ির ভেতরে উঠানে চেয়ারে মা চম্পা বেগম বসা। তাঁরও চারপাশ ঘিরে রয়েছেন গ্রামের নারীরা। তিনিও কোনো কথা বলছেন না। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে লাশ আসার পর বেলা সাড়ে তিনটার দিকে ঈশাকে নুরনগর গ্রামের পারিবারি কবরস্থানে দাফন করা হয়। আড়ানী রেলস্টেশনসংলগ্ন বাড়ির রাস্তার পাশে মা চম্পা বেগম পিঠা বিক্রি করেন। ২ ফেব্রুয়ারি রাত আটটার দিকে ঈশা সেখানে যায়। পরে সে আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে বাবা ইউসুফ আলী ৩ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৫ ফেব্রুয়ারি অপহরণ মামলা করেন। 

শিশুর চাচা দোয়েল আলী বলেন, ‘আমরা খুব গরিব মানুষ। কারও সঙ্গে কোনো শত্রুতা নেই।’ দোয়েল আলী আরও বলেন, ‘নিখোঁজ হওয়ার সময় তাঁর ভাতিজার কানে সোনার দুল ছিল। এই সোনার দুল ছিনিয়ে নেওয়া লোকদের ঈশা হয়তো চিনে ফেলে। এ কারণে তাকে হত্যা করা হয়েছে।’ 

হত্যার মূল কারণ হিসেবে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈশার কানে সোনার দুল ছিল। ধারণা করা হচ্ছে, দুলের জন্যই তাকে অপহরণ করা হয়। পরে হত্যা করে গমখেতে লাশ ফেলে রাখা হয়। তবে মূল রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা অব্যাহত আছে।’ 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী