হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামের বাজারে এসেছে রসালো ফল লিচু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামের বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল লিচু। গত কয়েক দিন ধরে মৌসুমি সুস্বাদু এই ফল পাওয়া যাচ্ছে উপজেলার বিভিন্ন হাট-বাজারে। বাজারে চাহিদা থাকায় এবং বেশি লাভের আশায় পরিপক্ব হওয়ার আগেই ব্যবসায়ীরা লিচু বাজারে নিয়ে এসেছেন। 

ব্যবসায়ীরা জানান, রাজশাহী ও দিনাজপুরের পরিপুষ্ট রসালো সুস্বাদু লিচু বাজারে আসতে আরও ১০-১২ দিন সময় লাগবে। এখন বাজারে যে লিচু এসেছে, সেগুলো অপরিপক্ব এবং আকারে ছোট। এতে রস কিছু মিললেও স্বাদ তেমন ভালো নয়। 

এ বিষয়ে বাজারে লিচু কিনতে আসা আব্দুল মজিদ বলেন, ‘বাজারে মৌসুমি ফল লিচু পাওয়া যাচ্ছে। শুধু মৌসুমি ফলের স্বাদ নিতেই লিচু কেনা। নতুন ফল, তাই ৫০টি ১০০ টাকা দিয়ে কিনলাম। তবে লিচুগুলো এখনো পরিপক্ব হয়নি। তাই এই সময়ের লিচু তেমন মিষ্টি না।’

লিচু ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, ‘আমরা এই লিচুগুলো যশোর ও নাটোরের নাজিরপুর থেকে কিনে এনেছি। মৌসুম শুরু হলেও বাজারে লিচুর দাম তুলনামূলকভাবে বেশি না। লিচু বিক্রি করছি ১০০টি ২০০ টাকায়। লিচুর এই জাতের নাম মোজাফফর।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল