হোম > সারা দেশ > নওগাঁ

বিয়ের রাতেই বরের মৃত্যু 

মান্দা প্রতিনিধি 

বাড়িতে চলছে বিয়ের ধুমধাম। নতুন বউকে নিয়ে অনেকেই মেতেছেন হাসি-ঠাট্টায়। একই সঙ্গে চলছে বউভাতের আয়োজন। হঠাৎ করেই বর রাজ কুমার সরদার (২৫) অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েও কাজ হয়নি। নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন বর রাজ কুমার সরদার। আজ রোববার দুপুরে রীতি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। 

বর রাজের মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে যায় বিয়ে বাড়ি। বিষাদের সুর বেজে উঠে আত্মীয়-স্বজনদের মনে। শোকের ছায়া নেমে আসে দেলুয়াবড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লিতে। বর রাজ কুমার সরদার নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লির নামুয়া সরদারের ছেলে। তিনি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। 
 
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে রাজ কুমার সরদার সঙ্গে নাচোল উপজেলার কাঁকনহাট শ্যারোপাড়া এলাকার নিমান্ত সরদারের মেয়ে অনুরাধা সরদারের বিয়ে হয়। রীতি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় বর ও বরযাত্রীরা নতুন বউকে নিয়ে বাড়ি ফেরেন। এর কিছু পরেই পেট ব্যথা শুরু হয় বর রাজ কুমার সরদারের। 

মৃতের বাবা নামুয়া সরদার বলেন, প্রচণ্ড ব্যথায় চিৎকার শুরু করলে  রাজকে প্রথমে দেলুয়াবাড়ি বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে একটি মাইক্রোবাসে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার ছেলে রাজ মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অবগতও করেননি। কী কারণে রাজের মৃত্যু হয়েছে তারও বলতে পারছি না।

রাবিতে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে মিলল নিখোঁজ কৃষকের রক্তাক্ত লাশ

শ্রমিকদের চাঙা রাখতে জমিতে মাইক

নির্বাচনী সহিংসতা ও হয়রানি বন্ধে ৭ দাবি রাবি ছাত্রীসংস্থার

রাজশাহীতে তারেক রহমানের আগমনকে লাল কার্ড প্রদর্শন করলেন রাবির কয়েকজন শিক্ষার্থী

আসছেন তারেক রহমান, যা চান রাজশাহীর মানুষ

রাজশাহী বিভাগের ৩৯ আসন: ১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই

ইউএনওর বিরুদ্ধে ডিসির কাছে নালিশ

দ্বন্দ্ব ভুলে ধানের শীষের মঞ্চে তারেক