হোম > সারা দেশ > রাজশাহী

গুরুদাসপুরে দবির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরের খুবজীপুরে নজরুল প্রগতি সংঘের আয়োজনে ১৬টি দল নিয়ে আয়োজিত ‘মরহুম আলহাজ দবির উদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার খুবজীপুরের আব্দুল হামিদ স্মৃতি কমপ্লেক্স মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

ফাইনালে পাবনা জেলার চাটমোহর উপজেলার শহীদ শামসুদ্দীন স্মৃতি সংঘ ৩-০ গোলের ব্যবধানে নাটোর জেলার গোপালপুরের লালপুর খেলোয়াড় কল্যাণ সংঘকে পরাজিত করে। বিজয়ী ও বিজিত দলকে ট্রফিসহ ৪০ হাজার ও ৩০ হাজার টাকা সমমূল্যের প্রাইজবন্ড পুরস্কৃত করা হয়। 

এ ছাড়া ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের মো. রতন ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন বিজিত দলের শুভ। 
 
নজরুল প্রগতি সংঘের সভাপতি শিক্ষাবিদ আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম শিশির। 

এ সময় সিরাজুল ইসলাম শিশির বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে এমন আয়োজন প্রশংসার দাবি রাখে। ফুটবল টুর্নামেন্টটি আমার মরহুম পিতার নামে হলেও এটি চলনবিলবাসীর খেলা। ভবিষ্যতে খুবজীপুরে বিলুপ্তপ্রায় নৌকা বাইচ, লাঠি খেলা, হাডুডুর মতো খেলা আয়োজন করা হবে। 

এ ছাড়া অন্যদের মধ্যে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, খুবজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, সেভেন রিং সিমেন্টের জেনারেল ম্যানেজার শিবলী নুমানী, খুবজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, নজরুল প্রগতী সংঘের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, গুরুদাসপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর