হোম > সারা দেশ > রাজশাহী

গুরুদাসপুরে দবির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরের খুবজীপুরে নজরুল প্রগতি সংঘের আয়োজনে ১৬টি দল নিয়ে আয়োজিত ‘মরহুম আলহাজ দবির উদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার খুবজীপুরের আব্দুল হামিদ স্মৃতি কমপ্লেক্স মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

ফাইনালে পাবনা জেলার চাটমোহর উপজেলার শহীদ শামসুদ্দীন স্মৃতি সংঘ ৩-০ গোলের ব্যবধানে নাটোর জেলার গোপালপুরের লালপুর খেলোয়াড় কল্যাণ সংঘকে পরাজিত করে। বিজয়ী ও বিজিত দলকে ট্রফিসহ ৪০ হাজার ও ৩০ হাজার টাকা সমমূল্যের প্রাইজবন্ড পুরস্কৃত করা হয়। 

এ ছাড়া ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের মো. রতন ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন বিজিত দলের শুভ। 
 
নজরুল প্রগতি সংঘের সভাপতি শিক্ষাবিদ আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম শিশির। 

এ সময় সিরাজুল ইসলাম শিশির বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে এমন আয়োজন প্রশংসার দাবি রাখে। ফুটবল টুর্নামেন্টটি আমার মরহুম পিতার নামে হলেও এটি চলনবিলবাসীর খেলা। ভবিষ্যতে খুবজীপুরে বিলুপ্তপ্রায় নৌকা বাইচ, লাঠি খেলা, হাডুডুর মতো খেলা আয়োজন করা হবে। 

এ ছাড়া অন্যদের মধ্যে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, খুবজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, সেভেন রিং সিমেন্টের জেনারেল ম্যানেজার শিবলী নুমানী, খুবজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, নজরুল প্রগতী সংঘের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, গুরুদাসপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক