হোম > সারা দেশ > রাজশাহী

চৌকির ওপর স্ত্রী ও নিচে পড়ে ছিল স্বামী মরদেহ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় বৃদ্ধা দম্পতি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রাম থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে একই সঙ্গে এই দম্পতির মৃত্যু নিয়ে এলাকায় তৈরি হয়েছ চাঞ্চল্য। এদিকে পুলিশ বলছে, মৃত্যু রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

নিহতেরা হলেন উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রামের নাজিম উদ্দিন (৭৫) ও তার স্ত্রী আম্বিয়া বেগম (৬৫)।

স্থানীয়রা জানান, ওই দম্পতি গতকাল মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু বুধবার সকালে তাঁদের কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে যান। এ সময় তাঁরা দেখেন আম্বিয়া বারান্দায় চৌকির ওপর চটের বস্তা গায়ে দিয়ে এবং নেপাল চৌকির নিচে মৃত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা আরও জানান, নাজিম ও আম্বিয়ার নাতি ইমন হোসেনের স্ত্রী খদেজা খাতুন সাগরী ১৫ নভেম্বর আত্মহত্যা করেন। এরপর থেকে ইমন ঠিকমতো বাড়িতে থাকতেন না। এ নিয়ে তাঁরা মানসিক চাপে ছিলেন। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে এ নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। 

বাঘা থানার সহকারী পরিদর্শক দুরুল হুদা বলেন, সম্প্রতি ওই বৃদ্ধ দম্পতির নাতি বউ আত্মহত্যা করেছেন। এ ছাড়া তিন বছর আগে তাঁদের ছেলে কামরুজ্জামানও আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপে তাঁরা আত্মহত্যা করেছেন। 

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক