হোম > সারা দেশ > রাজশাহী

চৌকির ওপর স্ত্রী ও নিচে পড়ে ছিল স্বামী মরদেহ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় বৃদ্ধা দম্পতি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রাম থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে একই সঙ্গে এই দম্পতির মৃত্যু নিয়ে এলাকায় তৈরি হয়েছ চাঞ্চল্য। এদিকে পুলিশ বলছে, মৃত্যু রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

নিহতেরা হলেন উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রামের নাজিম উদ্দিন (৭৫) ও তার স্ত্রী আম্বিয়া বেগম (৬৫)।

স্থানীয়রা জানান, ওই দম্পতি গতকাল মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু বুধবার সকালে তাঁদের কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে যান। এ সময় তাঁরা দেখেন আম্বিয়া বারান্দায় চৌকির ওপর চটের বস্তা গায়ে দিয়ে এবং নেপাল চৌকির নিচে মৃত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা আরও জানান, নাজিম ও আম্বিয়ার নাতি ইমন হোসেনের স্ত্রী খদেজা খাতুন সাগরী ১৫ নভেম্বর আত্মহত্যা করেন। এরপর থেকে ইমন ঠিকমতো বাড়িতে থাকতেন না। এ নিয়ে তাঁরা মানসিক চাপে ছিলেন। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে এ নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। 

বাঘা থানার সহকারী পরিদর্শক দুরুল হুদা বলেন, সম্প্রতি ওই বৃদ্ধ দম্পতির নাতি বউ আত্মহত্যা করেছেন। এ ছাড়া তিন বছর আগে তাঁদের ছেলে কামরুজ্জামানও আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপে তাঁরা আত্মহত্যা করেছেন। 

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী