হোম > সারা দেশ > রাজশাহী

নন্দনগাছীতে আন্তনগর এক্সপ্রেসের স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নন্দনগাছিতে আন্তনগর এক্সপ্রেসের স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চারঘাট ও বাঘা উপজেলার জনগণ। আজ বৃহস্পতিবার নন্দনগাছী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করেন তাঁরা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই দশক ধরে বন্ধ থাকা নন্দনগাছী স্টেশনে এখন কোনো কার্যক্রম নেই। লোকাল কিংবা আন্তনগর কোনো ট্রেন থামে না। প্ল্যাটফর্মে ছাউনি থাকলেও পুরো স্টেশন এখন কার্যত পরিত্যক্ত। মাঝেমধ্যে কিছু ট্রেন কেবল ক্রসিংয়ের জন্য এখানে থামে।

সমাবেশে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, ‘আমরা কয়েক দিনের মধ্যে আলোচনার জন্য একটি সময় নির্ধারণ করব। আলোচনা ফলপ্রসূ না হলে নন্দনগাছী দিয়ে আর ট্রেন চলতে দেওয়া হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যাব।’

আবু সাঈদ চাঁদ আরও বলেন, এই অঞ্চলের দেড় লাখ মানুষ ঢাকা-রাজশাহী রুটে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছে। অথচ এখানে স্টপেজ থাকলে উপকৃত হতেন সবাই।

বিগত সরকারের সমালোচনা করে আবু সাঈদ চাঁদ বলেন, এখানে একসময় বিনা ভোটে এমপি-মন্ত্রী ছিল। ওদের দিয়ে জনগণের কল্যাণ হবে না। নন্দনগাছী বাজারে যারা রিকশা–ভ্যানে চাঁদা তোলে, তাদের পুলিশে সোপর্দ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার কথা শুনেছি, তবে বিস্তারিত এখনো জানি না। সব ট্রেন সময়মতো চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর