হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৫)। তিনি তালাইমারী এলাকার আজাদ হোসেনের ছেলে। আকরাম হোসেন পেশায় বাসচালক এবং জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, আকরাম হোসেনের মেয়েকে দীর্ঘদিন ধরে কয়েক যুবক উত্ত্যক্ত করছিলেন। এ নিয়ে তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁর বাড়িতে গিয়ে হুমকি দেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে তাঁকে পেয়ে ইট দিয়ে আঘাত করে বখাটেরা। এতে আকরাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, এ হামলার সঙ্গে এলাকার নান্টু, বিশাল, রতনসহ কয়েকজন বখাটে জড়িত। ঘটনার পর থেকেই তাঁরা গা ঢাকা দিয়েছেন।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, আকরাম হোসেনের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তবে এখনো নিহতের পরিবার কোনো মামলা করেনি।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের