হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৫)। তিনি তালাইমারী এলাকার আজাদ হোসেনের ছেলে। আকরাম হোসেন পেশায় বাসচালক এবং জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, আকরাম হোসেনের মেয়েকে দীর্ঘদিন ধরে কয়েক যুবক উত্ত্যক্ত করছিলেন। এ নিয়ে তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁর বাড়িতে গিয়ে হুমকি দেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে তাঁকে পেয়ে ইট দিয়ে আঘাত করে বখাটেরা। এতে আকরাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, এ হামলার সঙ্গে এলাকার নান্টু, বিশাল, রতনসহ কয়েকজন বখাটে জড়িত। ঘটনার পর থেকেই তাঁরা গা ঢাকা দিয়েছেন।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, আকরাম হোসেনের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তবে এখনো নিহতের পরিবার কোনো মামলা করেনি।

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার