হোম > সারা দেশ > রাজশাহী

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন 

বগুড়া প্রতিনিধি

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত এবং আহত হওয়ার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার, বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে বগুড়ার সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। আজ সোমবার বেলা ১১টায় শহরের সাতমাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি সাইফুজ্জামান টুটুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের বগুড়া জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহসভাপতি শিব শংকর শিবু, যুগ্ম সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সানোয়ার বাবুসহ অন্যরা। 

সমাবেশে অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু বলেন, কনটেইনার ডিপোতে দাহ্য কেমিক্যালপূর্ণ ১৬টি কনটেইনার রাখা ছিল। কেমিক্যালপূর্ণ এই কনটেইনারে অগ্নিকাণ্ডের ফলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া কেমিক্যাল দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এত বেশি মৃত্যু ও পঙ্গুত্বের ঘটনা ঘটেছে। অর্থাৎ কনটেইনার ডিপোর মালিক প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করেনি আবার কর্মক্ষেত্র নিরাপদ রাখার জন্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানসমূহ তাদের দায়িত্ব পালন করেননি। মালিকের মুনাফালোভী আর দায়িত্বপ্রাপ্তদের অবহেলার জন্য কর্মক্ষেত্রে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটছে। 

সমাবেশে নেতারা অবিলম্বে আহতদের বিনা মূল্যে চিকিৎসা, পুনর্বাসন এবং নিহত পরিবারকে আইএলও কনভেনশন ১২১ অনুসারে আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানান। 

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত