হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ভ্যানচালক জালাল উদ্দিনকে গলা কেটে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বেলা ১১টার দিকে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

আদালত তাঁদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, রাজশাহীর চারঘাট পৌরসভার আস্করপুর মহল্লার মিনারুল ইসলাম, মাসুদ রানা ও সাদিপুর মহল্লার জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২০ সালের ৯ অক্টোবর সন্ধ্যায় চারঘাটের পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের রাস্তার পাশে ব্যাটারিচালিত ভ্যানচালক জালাল উদ্দিনকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত জালাল উপজেলার মেরামতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁকে হত্যার ঘটনায় তাঁর ছেলে পরদিন থানায় মামলা করেন।

আইনজীবী আসাদুজ্জামান মিঠু আরও বলেন, মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৫ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। তিনি বলেন, রায় ঘোষণার সময় মামলার তিন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী