রাজশাহীর বাঘা উপজেলায় কম দামে মাংস বিক্রি নিয়ে দ্বন্দ্বে মামুন হোসেন (৩০) নামের এক মাংস ব্যবসায়ী ছুরিকাঘাতে খুন হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার আড়ানি পৌর বাজারে এ ঘটনা ঘটে। নিহত মামুন হোসেন আড়ানি পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাংস বিক্রেতা মামুন হোসেন এবং একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেন পৌর বাজারে পাশাপাশি গরুর মাংস বিক্রি করছিলেন। মামুন হোসেন প্রতি কেজি ৬৫০ টাকা দরে আর খোকন হোসেন প্রতি কেজি ৭০০ টাকা দরে মাংস বিক্রি করছিলেন। এ সময় তাঁদের মধ্যে কম দামে মাংস বিক্রি করা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।