হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারভেজ আলী (১৩) নামের এক নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে চৌডালা ইউনিয়নে বাগমারা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

পারভেজ গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ী গ্রামের দুলাল আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল পারভেজ। ওই দিন ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়া ধরার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। এ নিয়ে থানায় জিডিও করেছিল তার পরিবার। মঙ্গলবার সকালে বাগমারা এলাকায় তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। 

গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাফিকুল ইসলাম জানান, পারভেজের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। তাই ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নিতেই কে বা কারা তাকে হত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ