হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারভেজ আলী (১৩) নামের এক নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে চৌডালা ইউনিয়নে বাগমারা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

পারভেজ গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ী গ্রামের দুলাল আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল পারভেজ। ওই দিন ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়া ধরার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। এ নিয়ে থানায় জিডিও করেছিল তার পরিবার। মঙ্গলবার সকালে বাগমারা এলাকায় তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। 

গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাফিকুল ইসলাম জানান, পারভেজের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। তাই ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নিতেই কে বা কারা তাকে হত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর