হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর থানাগুলো এখনো পুলিশশূন্য

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর থানাগুলোতে আজ শুক্রবার বিকেল পর্যন্ত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করতে যোগ দেননি। দু-একটি থানায় এক-দুজন পুলিশ সদস্যকে দেখা গেছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ তদারকি করছেন। তবে থানায় কোনো পুলিশি কার্যক্রম শুরু হয়নি। থানাগুলো এখন যেভাবে ধ্বংসস্তূপ হয়ে আছে, তাতে আগের অবস্থায় ফিরে যেতে সময় লাগবে। পুলিশি কার্যক্রম না থাকায় এখনো উদ্বেগে রয়েছেন সাধারণ মানুষ।

গতকাল বৃহস্পতিবার রাতেও রাজশাহীর বিভিন্ন এলাকায় ডাকাত গিয়েছে বলে ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। ওই এলাকার বাসিন্দারা ফেসবুকে জানিয়েছেন, ডাকাত প্রতিহত করতে এলাকার মসজিদে মসজিদে মাইকিং করা হয়েছে। তরুণ-যুবারা রাত জেগে পাড়া-মহল্লায় পাহারা দিয়েছেন। উদ্বেগ-আতঙ্কে এলাকার লোকজন নির্ঘুম রাত কাটিয়েছেন।

এদিকে আজ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় গিয়ে দেখা যায়, সেখানে দায়িত্ব পালনের জন্য কোনো পুলিশ সদস্য আসেননি। রেজাউল করিম নামের এক আনসার সদস্যের তত্ত্বাবধানে রয়েছে থানাটি। এ থানায় কয়েকজন লোককে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে দেখা যায় মো. সেলিম নামের এক পুলিশ সদস্যকে।

গত সোমবার সহিংসতার দিন এ থানা পুড়িয়ে দেওয়া হয়। থানার সামনে থাকা তিনটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। অস্ত্রাগারও লুট করা হয়। তবে গতকাল বৃহস্পতিবার রাতে কিছু অস্ত্র ফেরত পেয়েছেন আনসার সদস্যরা।

কাশিয়াডাঙ্গা জোনের উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে গিয়ে দেখা যায় সেটি তালাবদ্ধ। নগরীর সিঅ্যান্ডবি এলাকায় আরএমপির সদর দপ্তরও তালাবদ্ধ দেখা যায়। পুড়িয়ে দেওয়া আরএমপি সদর দপ্তর সেনাসদস্যদের তত্ত্বাবধানে রয়েছে। তালাবদ্ধ রয়েছে পুড়িয়ে দেওয়া বোয়ালিয়া থানাও। বোয়ালিয়া থানার প্রধান ফটক লাগিয়ে ভেতরে আনসার সদস্যদের অবস্থান দেখা গেছে।

আরএমপির রাজপাড়া থানাও পুড়িয়ে দেওয়া হয়। রাজপাড়া থানায় গিয়ে আজ সকালে শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হককে দেখা গেছে। তিনি বলেন, ‘থানার সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। কঙ্কালের মতো শুধু ভবনটাই দাঁড়িয়ে আছে। এখানে বসার কোনো পরিবেশ নেই। ঊর্ধ্বতনরা থানায় যাওয়ার নির্দেশনা দিয়েছেন। সে জন্য থানায় এসেছি। থানা সংস্কারের পর পুলিশি কার্যক্রম কবে নাগাদ শুরু করা যাবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলতে পারবে।’

এদিকে আজ সকালে নগরীর ভেড়িপাড়ায় পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় এবং কোর্ট এলাকায় জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ও তালাবদ্ধ দেখা গেছে। এসব কার্যালয়ে কোনো পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

বিষয়গুলো নিয়ে কথা বলতে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম ও জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রফিকুল ইসলামকে আজ সকালে একাধিকবার ফোন করা হলেও তাঁরা ধরেননি।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত