সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিদ্যুতায়িত আব্দুর রশিদ (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার ধানগড়া ইউনিয়নের লাহোর গ্রামে। আজ বুধবার সকালে উপজেলার লাহোর গ্রামে এ ঘটনা ঘটে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, সকালে কৃষক আব্দুর রশিদ নিজ বাড়িতে ধান মারাই করা কাজ করছিলেন। এ সময় ধান মারাই করা মেশিনের তারে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়।