হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় স্ত্রী-সন্তানসহ সাবেক শ্রমিক লীগ নেতার নামে দুদকের মামলা

বগুড়া প্রতিনিধি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগ ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলালসহ তাঁর স্ত্রী ও ছেলের নামে দুদকের মামলা হয়েছে। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান বাদী হয়ে আজ রোববার এই মামলা করেন। মামলায় সামছুদ্দিন শেখ হেলাল, তাঁর স্ত্রী হেলেনা পারভীন ও ছেলে হোসাইন হাবীবকে আসামি করা হয়েছে। 

দুদকের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, মামলায় হেলালের বিরুদ্ধে ৯ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া আরও ১ কোটি ২ লাখ টাকার বেশি সম্পদ তাঁর দ্বিতীয় স্ত্রী স্কুলশিক্ষক আবে জমজম ওরফে নাজীর কাছে স্থানান্তরের অভিযোগও করা হয়েছে মামলায়। 

দুদকের এজাহার সূত্রে আরও জানা যায়, হেলালের প্রথম স্ত্রী হেলেনা পারভীন জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৪১ লাখ ২৩ হাজার ৯৮৩ টাকা অর্জন করেছেন। এর মধ্যে তাঁর দেওয়া সম্পদ বিবরণীতে ১৬ লাখ ৯৪ হাজার ১৮৯ টাকা ভিত্তিহীন হিসাব দেন তিনি। 

এ কারণে তাঁর বিরুদ্ধেও এসব অভিযোগে দুদক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়। হেলালের ছেলে হোসাইন হাবীবের বিরুদ্ধেও ২ কোটি ৮০ লাখ ৫ হাজার ৩৪৯ টাকা অবৈধ আয়ের প্রাথমিক সত্যতা পায় দুদক। এ জন্য দুদক আইনে তাঁকেও আসামি করা হয়। 

সামছুদ্দিন শেখ হেলাল বলেন, ‘দুদক আমার কাছে সম্পদ বিবরণী চেয়েছিল। আমি সম্পদ বিবরণী দাখিল করেছি। সম্পদের বিপরীতে আয়কর দেওয়া হয়।’ 

দুদক উপপরিচালক মনিরুজ্জামান বলেন, পরিবহন নেতা সামছুদ্দিন শেখ হেলালের অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান করা হয়েছে। তদন্তে অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়ায় হেলাল, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’