চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে (ইইডি) উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গরিব মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল আহসান, বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রকৌশলী-২ মো. আসাদুজ্জামান, বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুনিরুল হক, সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল মান্নান।
উপস্থিত ছিলেন আইইবির জেলা সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাকিবুল আহসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত সরকার, নেসকোর বিক্রয় ও বিতরণ–১ এর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান প্রমুখ।